facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪

Walton

নাবিল ব্যাংকের শেয়ার বিক্রি করতে পারেনি আইএফআইসি


২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার, ১১:২৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


নাবিল ব্যাংকের শেয়ার বিক্রি করতে পারেনি আইএফআইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির মালিকানাধীন নেপালের বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নাবিল ব্যাংক লিমিটেড’-এর শেয়ার বিক্রির কথা ছিল। তবে এ বিষয়ে নেপাল রাষ্ট্র ব্যাংকের অনুমতি না পাওয়ায় শেয়ার বিক্রি করতে পারেনি আইএফআইসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আইএফআইসি ব্যাংকের কাছে থাকা নাবিল ব্যাংকের শেয়ার বিক্রির বিষয়ে সারিকা চৌধুরী নামে একজনের সঙ্গে চুক্তি হয়েছিল। শেয়ার বিক্রি না হওয়ায় নাবিল ব্যাংকের প্রমোটার শেয়ারহোল্ডার হিসেবে কাজ করবে আইএফআইসি ব্যাংক।

১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের বর্তমানে অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৮৩০ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৮৩ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৭১৩।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: