facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

বাজারে বড় পরিসরে আরএফএলের ট্র্যাভেলো লাগেজ


০২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, ০১:২৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বাজারে বড় পরিসরে আরএফএলের ট্র্যাভেলো লাগেজ

আমদানিনির্ভরতা কমিয়ে দেশে তৈরি লাগেজের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর লক্ষ্যে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের লাগেজ ব্র্যান্ড ‘ট্র্যাভেলো’। এ লক্ষ্যে ভোক্তার চাহিদা ও পছন্দ মাথায় রেখে নতুন নতুন পণ্য বাজারে আনছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় ঈদ সামনে রেখে হার্ড ও সফট- এ দুই ক্যাটাগরিতে আটটি নতুন ডিজাইনের লাগেজ বাজারে এনেছে ‘ট্র্যাভেলো’।

রোববার (৩১ মার্চ) রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আটটি ডিজাইনের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। আটটি ডিজাইনের মধ্যে পাঁচটি হার্ড লাগেজের এবং তিনটি সফট লাগেজের। এর মাধ্যমে বাংলাদেশের বাজারে সফট লাগেজ ক্যাটাগরিতে পণ্য আনলো ‘ট্র্যাভেলো’।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, ‘ভ্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ লাগেজ। বাংলাদেশে ব্যবহৃত লাগেজের প্রায় ৬০ শতাংশ আমদানিনির্ভর, যার অধিকাংশই চীন থেকে আসে। তাছাড়া বাংলাদেশে যেসব লাগেজ তৈরি হয়, তার প্রায় সবটাই বিশ্বের খ্যাতনামা ব্র্যান্ডের কপি। এ বাস্তবতায় আরএফএল বাংলাদেশে প্রথম ব্র্যান্ডেড লাগেজ প্রস্তুত শুরু করে।’

তিনি আরও বলেন, ‘শুধু দেশে নয়, বিশ্ববাজারেও লাগেজের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের লক্ষ্য দেশের চাহিদা মিটিয়ে ব্যাপকভাবে লাগেজ রপ্তানি করা। ইতোমধ্যেই আমরা লাগেজ রপ্তানি শুরু করেছি। বর্তমানে আরএফএল লাগেজ ভারত, জার্মানি, আমেরিকা, স্পেন, ঘানা ও কানাডাসহ বিশ্বের ১৬টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে।’

আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক নুর আলম বলেন, ‘সাধারণত ক্রেতারা লাগেজ কেনার সময় তিনটি বিষয় বিবেচনায় নিয়ে থাকেন। এগুলো হলো লাগেজের ডিজাইন, সহজে ব্যবহারযোগ্য এবং নিরাপত্তা। আমরা ট্র্যাভেলো লাগেজ তৈরির সময় এ বিষয়টি মাথায় রেখে কাজ করেছি। এর ফলে আমরা অল্পসময়ে দেশের বাজারে ব্যাপক সাড়া পেয়েছি।’

নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল ইলেকট্রনিকসের নিজস্ব কারখানায় ‘ট্র্যাভেলো’ লাগেজ উৎপাদিত হচ্ছে। বর্তমানে দুটি ক্যাটাগরিতে প্রায় ৭০টি ডিজাইনের ‘ট্র্যাভেলো’ লাগেজ পাওয়া যাচ্ছে বাজারে, যার মূল্য ৭৫০ টাকা থেকে ৫,৮০০ টাকার মধ্যে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ‘ট্র্যাভেলো’ লাগেজের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী, আরএফএল রিটেইল চেইনের হেড অব মার্কেটিং শফিক শাহীন ও ‘ট্র্যাভেলো’ লাগেজের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার রিফাত হাসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: