facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবসায় ধস


১৬ জানুয়ারি ২০১৭ সোমবার, ০৪:৪৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবসায় ধস

অর্থ উত্তোলনের দুই বছরেও সি অ্যান্ড এ টেক্সটাইলের নতুন প্রকল্পের কাজ শেষ হয়নি। যে কারণে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা আগের অর্থবছরের তুলনায় ২০ কোটি ৭৮ লাখ টাকা কমেছে। ব্যবসায় মন্দার জেরে ওই কোম্পানির কর-পরবর্তী মুনাফা অনুপাত গত পাঁচ বছরে ৬ দশমিক ৫৮ শতাংশ কমেছে। অন্যদিকে তিন বছর টানা বোনাস লভ্যাংশ দেওয়ার কারণে কোম্পানিটির শেয়ার অবমূল্যায়িত হচ্ছে। আর গত দুই বছরে ওই কোম্পানিটি ১৪ টাকা ৭০ পয়সা দর হারিয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৬ সালের জুন পর্যন্ত সময়ে সি অ্যান্ড এ টেক্সটাইলের আয়, পরিচালন ও কর-পরবর্তী মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানিটির আয় আগের অর্থবছরের তুলনায় ৪৯ কোটি ২৩ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। এর আগের অর্থবছরে ২৭৭ কোটি ৫৮ লাখ টাকা আয় করেছিল সি অ্যান্ড এ টেক্সটাইল। আয় কমায় শতভাগ রফতানিমুখী পোশাক প্রস্তুতকারী কোম্পানিটির পরিচালন মুনাফাও এক বছরে প্রায় ১৮ কোটি টাকা কমেছে। সেই সঙ্গে কর-পরবর্তী মুনাফা এক বছরের ব্যবধানে ২০ কোটি ৭৮ লাখ টাকা কমে ২৪ কোটি ৭০ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা এর আগের ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে ৪৫ কোটি ৪৮ লাখ টাকা ছিল। তালিকাভুক্তির পর কোম্পানির অবস্থার উন্নতির বদলে উল্টো অবনতির চিত্রই উঠে এসেছে। দুই বছর পরও মুনাফার দিক থেকে তিন বছর আগের অবস্থানে ফিরে গেছে বস্ত্র খাতের কোম্পানিটি। তিন বছর আগে ২০১২-১৩ অর্থবছরে সি অ্যান্ড এ টেক্সটাইলের কর-পরবর্তী মুনাফা ছিল ২৫ কোটি ৫৮ লাখ টাকা, যা ২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ৮৯ লাখ টাকা বেশি।

‘ব্যবসায়িক মন্দা, বিদেশি মুদ্রার দরের তারতম্য, উৎপাদন খরচ বৃদ্ধি ও রফতানি বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণেই সর্বশেষ অর্থবছরে কোম্পানির মুনাফা কমেছে’ বলে দাবি করেছে কোম্পানিটি। তবে আইপিওর মাধ্যমে তোলা অর্থ ব্যয় ও নতুন প্রকল্পের কাজ শেষ হওয়া সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি কোম্পানিটির দায়িত্বশীলরা। আলাপকালে সি অ্যান্ড এ টেক্সটাইলের কোম্পানি সেক্রেটারি সিরন বিন সারওয়ার বলেন, ‘উৎপাদন খরচ বৃদ্ধি, রফতানির বাজারে তীব্র প্রতিযোগিতা আর সামগ্রিক ব্যবসায়িক মন্দাবস্থার কারণেই সর্বশেষ অর্থবছরে মুনাফা কমেছে। আয় বাড়াতে আইপিও ও কোম্পানির নিজস্ব অর্থে কারখানার নতুন ইউনিটের কাজ চলছে। এরই মধ্যে চারতলা ভবনের একতলার কাজ শেষ হয়েছে। নতুন ওই ইউনিট চালু হলে কোম্পানির আয়-মুনাফা উল্লেখযোগ্য হারে বাড়বে।’

আয়-মুনাফার নিম্নমুখী ধারা চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকেও দৃশ্যমান ছিল। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির আয় আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ছয় কোটি ৬৬ লাখ টাকা কমেছে। একইভাবে পরিচালন মুনাফা চার কোটি ৩৫ লাখ ও কর-পূর্ববর্তী মুনাফা প্রায় চার কোটি ৩৪ লাখ টাকা কমেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় ৫৬ কোটি ১৩ লাখ টাকা, পরিচালন মুনাফা সাত কোটি ৭৩ লাখ টাকা ও কর-পূর্ববর্তী মুনাফা পাঁচ কোটি ৯৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। এদিকে ২০১১-১২ অর্থবছরে কোম্পানিটির আয়ের গতিবিধি নির্দেশক নিট ইনকাম রেশিও ১৭ দশমিক ৪০ শতাংশ ছিল। ওই রেশিও পাঁচ বছরের ব্যবধানে ছয় দশমিক ৫৮ শতাংশ কমে সর্বশেষ অর্থবছরে ১০ দশমিক ৮২ শতাংশে নেমেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০০৩ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে সি অ্যান্ড এ টেক্সটাইল। ব্যাংকের প্রায় ৩১ কোটি টাকা ঋণ পরিশোধ ও নতুন ইউনিট স্থাপনের জন্য ২০১৪ সালে পুঁজিবাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি। ওই অর্থে কোম্পানিটির ব্যবসায়িক অবস্থার উন্নতির ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য অর্থ উত্তোলনের পরবর্তী ১৮ মাসের মধ্যে ১২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনসহও নতুন ইউনিট স্থাপন করার কথা কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রসপেক্টাসে উল্লেখ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে নতুন প্রকল্পের এক-চতুর্থাংশ কাজ শেষ হয়েছে। চারতলা ভবনের মধ্যে মাত্র একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি ভবনের বাকি অংশের নির্মাণ ও যন্ত্রপাতি আমদানি করে নতুন ওই ইউনিট চালু করতে কমপক্ষে দেড় বছর সময় লাগবে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে তালিকাভুক্তির আগে থেকে বিনিয়োগকারীদের ‘নামমাত্র’ হারে বোনাস লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিন বছর কোম্পানিটি গড়ে ১১ শতাংশ হারে বোনাস লভ্যাংশ দিয়েছে। বোনাস শেয়ারের কারণে কোম্পানির মোট শেয়ারসংখ্যা বেড়েছে। এর জের ধরে অবমূল্যায়নের মুখে পড়েছে কোম্পানিটি। গত দুবছরে সাড়ে ১৪ টাকা দর হারিয়েছে কোম্পানিটি। প্রায় আট মাস অভিহিত মূল্যের নিচে থাকার পর সর্বশেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) কোম্পানিটির প্রতিটি শেয়ার ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: