facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন জ্বালানি ও বিদ্যুৎ খাতে


২৭ মে ২০১৭ শনিবার, ০৩:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন জ্বালানি ও বিদ্যুৎ খাতে

সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আর সবচেয়ে কম লেনদেন হয়েছে পেপার ও প্রিন্টিং খাতে।

ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গেল সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৫ শতাংশ ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাতের। দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত; ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ২ শতাংশ ছিল এ খাতের। তৃতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাত; এ খাতের অংশ ছিল ১৩ দশমিক ২ শতাংশ। চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক খাত; এ খাতের অংশ ছিল ১২ দশমিক ১ শতাংশ।

পঞ্চম অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যালস খাত; ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৮ শতাংশ ছিল এ খাতের।

এছাড়া আর্থিক খাতের ৭ দশমিক ৮ শতাংশ, বিবিধ খাতের ৭ দশমিক ৩ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৬ দশমিক ৯ শতাংশ করে, মিউচ্যুয়াল ফান্ডে ৩ দশমিক ১ শতাংশ, খাদ্য খাতের ২ দশমিক ১ শতাংশ, সিমেন্ট খাতের ১ দশমিক ৬ শতাংশ, টেলিকম খাতের ১ দশমিক ১ শতাংশ, সেবা খাতের ছিল ১ শতাংশ, পাট খাতের দশমিক ৯ শতাংশ, ট্যানারি ও পর্যটন খাতের ছিল দশমিক ৮ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৬ শতাংশ, সিরামিকে খাতে দশমিক ৫ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৪ শতাংশ এবং পেপার ও প্রিন্টিং খাতের দশমিক ২ শতাংশ করে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: