facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

শেয়ারবাজারে তারল্য প্রবাহ বেড়েছে


১৫ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৩:২৬  এএম

শেয়ার বিজনেস24.কম


শেয়ারবাজারে তারল্য প্রবাহ বেড়েছে

শেয়ারবাজারে তারল্য প্রবাহ কিছুটা বেড়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন (ডিএসই) বেড়েছে ১৪৭ কোটি টাকা। আর এ ছাড়া লেনদেন করা বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দিন শেষে মূল্যসূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর খাতভিত্তিক হিসাবে এদিন ফার্মা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেশি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছে। এরা সক্রিয় হলেই বাজার ইতিবাচক হবে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে এদিন ৩২৬টি প্রতিষ্ঠানের ১৫ কোটি ৫৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৪৭ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের, কমেছে ১১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৯ দশমিক ৭২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৭ দশমিক ১৪ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৮০ পয়েন্ট কমে এক হাজার ২৬০ দশমিক ১৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে তিন লাখ ৭০ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

শীর্ষ দশ কোম্পানি : যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিমস, বিডি ফাইন্যান্স, লংকা বাংলা ফাইন্যান্স, অ্যাক্টিভ ফাইন, মবিল যমুনা বাংলাদেশ, আমরা টেকনোলজি এবং সিএমসি কামাল। ডিএসইতে এদিন যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- ফাইন ফুডস, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, আইসিবি সোনালি ১, আর্গন ডেনিমস, সিএমসি কামাল, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, সেন্ট্রাল ফার্মা, বিডি কম, আরডি ফুড এবং ফারইস্ট নিটিং। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল- ইয়াকিন পলিমার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, তাক্কাফুল ইন্স্যুরেন্স, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, হাক্কানী পাল্প এবং প্রিমিয়ার ব্যাংক।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: