facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

মাশরাফির অধিনায়কত্বে ভারতীয় ব্যাটসম্যানের ঝড়


২৫ মার্চ ২০১৮ রবিবার, ০১:৫৪  এএম

স্টাফ করেসপন্ডেন্ট

শেয়ার বিজনেস24.কম


মাশরাফির অধিনায়কত্বে ভারতীয় ব্যাটসম্যানের ঝড়
মাশরাফি ও বিহারি

প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে নেমে ঝড় তুললেন ভারতীয় ব্যাটসম্যান হানুমা বিহারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিহারির সেঞ্চুরিতে ৭৩ রানের জয় দিয়ে সুপার লিগ শুরু করেছে মাশরাফি বিন মুর্তজার আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগে আজকের দিনটা যেন ভারতীয় ব্যাটসম্যানদের।

মিরপুরে টস জিতে আবাহনীকে ব্যাটিং করতে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২৫.৫ ওভারে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে আবাহনী। কিন্তু বোলিংয়ের এই ছন্দটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি গাজী গ্রুপ। বিহারি-মোহাম্মদ মিঠুনের পঞ্চম উইকেটে ১৩৬ রানের জুটি আবাহনীকে পথ দেখায়। মেহেদী হাসানের ফিরতি ক্যাচ হওয়ার আগে বিহারি পেয়ে যান সেঞ্চুরির দেখা। মিঠুন অপরাজিত ছিলেন ৭২ রানে।

বিহারি-মিঠুনের দ্যুতিময় ব্যাটিং আবাহনীকে বড় স্কোরের আশা দিলেও সেটি সম্ভব হয়েছে শেষ দিকে মোসাদ্দেক হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে। নাঈম হাসানের করা ৫০তম ওভারের শেষ চার বলেই ২২ রান তুলেছেন মোসাদ্দেক।

আবাহনীর দেওয়া ২৭৯ রান তাড়া করতে নেমে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে গাজী গ্রুপ। বর্তমান চ্যাম্পিয়নদের বড় ভরসা মুমিনুল হকের ব্যাট থেকে অনেক দিন হলো বড় ইনিংস দেখা যাচ্ছে না। আজ জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েও হয়নি, ফিরেছেন ৪৬ রানে। গাজী গ্রুপের ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান অনুস্তাপ মজুমদারের ৬৪ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে। ৪৮ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে গাজী অলআউট ২০৫ রানে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: