facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

মরা মুরগি বিক্রির দায়ে নারীর ৬ মাসের জেল


২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার, ০২:৪৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


মরা মুরগি বিক্রির দায়ে নারীর ৬ মাসের জেল

টাঙ্গাইলে মরা মুরগির মাংস বিক্রির দায়ে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে তাকে এ সাজা দেওয়া হয়।

পুলিশ ও পৌরসভার সহযোগিতায় টাঙ্গাইল পৌর এলাকার পার্কবাজারে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল পৌর এলাকার পার্কবাজারে অভিযান চালাই। সেখানে প্রায় ২০ কেজি মরা মুরগির মাংসসহ বিক্রেতা ছালেহা বেগমকে (৪০) আটক করা হয়। পরে মরা মুরগি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এ আটক ছালেহা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাপুর গ্রামের মাহমুদুলের স্ত্রী।

উদ্ধার করা মরা মুরগির মাংস মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: