facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

বস্ত্র খাতের শেয়ারধারণ কমিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা


১৭ মার্চ ২০১৮ শনিবার, ০১:৫১  পিএম

নিজস্ব প্রতিবেদক


বস্ত্র খাতের শেয়ারধারণ কমিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানিগুলোর মধ্যে ২৮টি কোম্পানির ফেব্রুয়ারি মাসের শেয়ারহোল্ডিং পজিশন প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে বেশিরভাগ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহ পর্যন্ত বস্ত্রখাতের মোট ৫০টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানি তাদের ফেব্রুয়ারি মাসের শেয়ারহোল্ডিং পজিশন জমা দিয়েছে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশনে দেখা গেছে; ৬টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন অপরিবর্তিত রয়েছে। ১২টি কোম্পানিতে শেয়ারহোল্ডিং পজিশন কমেছে। ৮টি কোম্পানির শেয়ারহোল্ডির পজিশন বেড়েছে।

এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন বেশি কমেছে আলিফ ইন্ডাস্ট্রিজে। গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে এই শেয়ারহোল্ডিং পজিশন কমেছে ৭ দশমিক ১৮ শতাংশ। জানুয়ারি মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন ছিল ১৭ দশমিক ৪০ শতাংশ।যা ফেব্রুয়ারি মাস শেষে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশ। আর নূরানী ডাইংয়ের ১ দশমিক ৭২ শতাংশ শেয়ারহোল্ডিংস কমে এর পরের অবস্থানে রয়েছে।

তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর শেয়ারহোল্ডিং পজিশন সবচেয়ে বেশি বেড়েছে সিমটেক্স, অ্যাপেক্স স্পিনিং এবং জাহিন স্পিনিংয়ে। আলোচ্য মাসে কোম্পানি ৩টির হোল্ডিং পজিশন বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ, ২ দশমিক ৫৮ শতাংশ এবং শূন্য দশমিক ৬৭ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: