facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজার থেকে অর্থ তুলবে ওয়ালটন


০৫ নভেম্বর ২০১৮ সোমবার, ১০:৩৩  এএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজার থেকে অর্থ তুলবে ওয়ালটন

দেশে ইলেকট্রনিক খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছাড়বে কোম্পানিটি।

কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে রোড শো করবে কোম্পানিটি। পরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠানের অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানাবে কোম্পানিটি।

রোড শো হল- প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানির পরিচিতি, আর্থিকচিত্র ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার জন্য আয়োজিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নিতে বিধি অনুসারে ‘যোগ‌্য’ সব প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে কোম্পানির পক্ষ থেকে পরিচিতি, আর্থিকচিত্র ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। সম্ভাব্য বিনিয়োগকারীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তাদের প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। রোড শো’তে ইস্যু ম্যানেজারও বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়ে থাকে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: