facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

দুই সন্তানের বেশি হলে এমপি হওয়া বন্ধ


০৫ মে ২০১৭ শুক্রবার, ০৫:১০  পিএম

শেয়ার বিজনেস24.কম


দুই সন্তানের বেশি হলে এমপি হওয়া বন্ধ

দুই সন্তানের বেশি হলে জনপ্রতিনিধি হওয়া যাবে না।

জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারতের আসাম রাজ্য সরকার এ নীতি নিতে যাচ্ছে।

গত বুধবার গুয়াহাটিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা জানান, দুটির বেশি সন্তান থাকলে তাদের আসাম থেকে এমএলএ-এমপি হওয়া বন্ধ করা হোক। এ ব্যাপারে আসামের রাজ্য সরকার দিল্লিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণে আসাম সরকার নতুন নীতি নিতে চলেছে। এর মধ্যেই প্রাথমিক খসড়া প্রস্তাব প্রকাশ করে জনগণের মতামত নেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জানান, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি প্রস্তাব নিয়ে ৮৮টি ই-মেইল, ৬০০ সোশ্যাল মিডিয়ার মন্তব্য এবং ৩৭টি প্রবন্ধ সরকারের নজরে এসেছে। এগুলো বিবেচনা করেই দ্বিতীয় খসড়া প্রস্তাব গত বুধবার প্রকাশ করা হয়। জনশুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। খসড়া প্রস্তাবের নাম দেওয়া হয়েছে, ‘জনসংখ্যা ও নারীর ক্ষমতায়নে আসামের নীতিমালা।’

খসড়া প্রস্তাবে রাজ্য সরকার সাফ জানিয়েছে, দুটি বেশির সন্তান থাকলে কোনো রাজ্য সরকারের কোনো দপ্তরে চাকরি পাওয়া যাবে না। সরকারি সুবিধা পেতে হলেও সন্তান সংখ্যা দুই এর মধ্যেই রাখতে হবে। তবে জমজ সন্তান হলে ছাড় পাওয়া যেতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: