facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

দশ কোম্পানিতে সর্বোচ্চ লেনদেন


১১ নভেম্বর ২০১৭ শনিবার, ০৪:৫৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


দশ কোম্পানিতে সর্বোচ্চ লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে মোট লেনদেনে ৪ ব্যাংকসহ মোট ১০ কোম্পানির অবদান রয়েছে ৩২ শতাংশ। আর এই কোম্পানিগুলোর অধিক লেনদেনের সুবাদে পুঁজিবাজারের লেনদেনও বেড়েছে। গত বুধবার যেখানে লেনদেন হয়েছিল ৭৬৫ কোটি টাকা সেখানে ১৪ শতাংশ বেড়ে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৮৭০ কোটি টাকা। ডিএসই সূ‌ত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অবদান রাখা শীর্ষ ১০ কোম্পানিগুলো হলো: সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ব্রাক ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইফাদ অটোস, এক্সিম ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স।

ডিএসই সূ‌ত্রে জানা যায়, সিটি ব্যাংকের ১ কোটি ৩ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয় যার মূল্য দাঁড়ায় ৫৫ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটি মোট লেনদেনের ৬.৩৫ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.২৮ শতাংশ বেড়ে ৫৩.৯০ টাকায় লেনদেন হয়।

ঢাকা ব্যাংকের ৩৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ৪.৫৪ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৪৭ শতাংশ বেড়ে ২৩.৮০ টাকায় লেনদেন হয়।

লংকাবাংলা ফাইন্যান্সের ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ৩.০৫ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ০.৬৩ শতাংশ বেড়ে ৬৪.৩০ টাকায় লেনদেন হয়।

ব্রাক ব্যাংকের ২৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ২.৯৫ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১.২৩ শতাংশ বেড়ে ১০৭ টাকায় লেনদেন হয়।

কেয়া কসমেটিকসের ২৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ২.৮৪ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.০১ শতাংশ বেড়ে ১৫.২০ টাকায় লেনদেন হয়।

স্কয়ার ফার্মার ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ২.৭৬ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬.১২ শতাংশ কমে ২৭৮.৯০ টাকায় লেনদেন হয়।

বেক্সিমকো ফার্মার ২১ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ২.৪২ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.২৮ শতাংশ বেড়ে ১০৯.৬০ টাকায় লেনদেন হয়।

ইফাদ অটোসের ২০ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ২.৩৮ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১.৯৫ শতাংশ বেড়ে ১৪০.৭০ টাকায় লেনদেন হয়।

এক্সিম ব্যাংকের ১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিটি মোট লেনদেনের ২.২৫ শতাংশ অবদান রেখেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ০.৫৫ শতাংশ বেড়ে ১৮.৩০ টাকায় লেনদেন হয়।

আইডিএলসি ফাইন্যান্সের ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.২৩ শতাংশ বেড়ে ৯১.৫০ টাকায় লেনদেন হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: