facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

দরপতনের বাজারে যে কারণে আশার আলো


১৫ জানুয়ারি ২০১৮ সোমবার, ০৮:৩৮  পিএম

নিজস্ব প্রতিবেদক


দরপতনের বাজারে যে কারণে আশার আলো

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সর্বাধিক লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। আজ কোম্পানিটি ৩৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি এদিন এক হাজার ৬৫০ বারে ৮ লাখ ২৬ হাজার ৭৯টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। সোমবার কোম্পানিটির ২ হাজার ৫১৯ বারে ৯ লাখ ৯২ হাজার ৮২৫টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩০ কোটি ৫৯ লাখ টাকা। বাজার বিশেষজ্ঞরা এ ক্যাটাগরির কোম্পানিগুলোতে লেনদেন বাড়াকে দরপতনের বাজারে আশার আলো দেখছেন। তারা বলেন, ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে লাভ আসবেই। তাই বিনিয়োগের আগে তারা মৌলভিত্তি ও কোম্পানির পর্ষদ কেমন তা দেখে বিনিয়োগের আহবান জানিয়েছেন।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইফাদ অটোস লিমিটেড এক হাজার ১৯০ বারে ১১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংক ১০ কোটি ৮৫ লাখ, ন্যাশনাল টিউবস ১০ কোটি ৮৫ লাখ, সিটি ব্যাংক ৮ কোটি ৩১ লাখ, ইউনাইটেড পাওয়ার ৬ কোটি ৩৯ লাখ, বিডি থাই ৬ কোটি ৩৫ লাখ, ড্রাগন সোয়েটার ৬ কোটি ৩১ লাখ ও ব্রাক ব্যাংক ৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: