facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

টাঙ্গাইলে মদের বোতল নিয়ে ক্লাসে ঢোকায় ৩ স্কুলছাত্র বহিষ্কার


১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৪:২৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


টাঙ্গাইলে মদের বোতল নিয়ে ক্লাসে ঢোকায় ৩ স্কুলছাত্র বহিষ্কার

টাঙ্গাইলের মির্জাপুরে মদের বোতল নিয়ে ক্লাসে ঢোকার অপরাধে তিন স্কুলছাত্রকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই তিন ছাত্রকে বহিষ্কার করে।

বুধবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, বহিষ্কৃত তিন ছাত্র হলো বিজ্ঞান বিভাগের রিমন, রাকিব মিয়া ও বাণিজ্য বিভাগের অনয় শীল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নব-কুমার জানান, বুধবার সকালে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র রিমন তার স্কুল ব্যাগে করে একটি মদের বোতল নিয়ে স্কুলে আসে। নবম শ্রেণির নিয়মিত ক্লাস শেষে শিক্ষার্থীরা ফ্যাকশন ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় মদের ভাগ-বাটোয়ারা নিয়ে রিমন, রাকিব ও বাণিজ্য বিভাগের ছাত্র অনয়ের মধ্যে কথাকাটাকাটি হচ্ছিল।

বাণিজ্য বিভাগের অপর ছাত্র কামরুল হাসান বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছানোয়ার হোসেনকে অবহিত করেন। পরে ছানোয়ার হোসেন অন্য শিক্ষক এবং ছাত্রদের উপস্থিতিতে রিমনের ব্যাগ তল্লাশি করে এক বোতল চোলাই মদ উদ্ধার করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, এ ব্যাপারে পরে দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের জরুরি সভা ডাকা হয়। সভায় ওই তিন ছাত্রের বিরুদ্ধে বিদ্যালয়ে মদ নিয়ে আসার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: