facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

‘জেড’ ক্যাটাগরির শেয়ার নিয়ে পুঁজিবাজারে আতঙ্ক


২০ জুলাই ২০১৮ শুক্রবার, ১০:৩৭  এএম

নিজস্ব প্রতিবেদক


‘জেড’ ক্যাটাগরির শেয়ার নিয়ে পুঁজিবাজারে আতঙ্ক

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা দুই কোম্পানি তালিকাচ্যুতি করার প্রভাব পড়েছে দুর্বল মৌলভিত্তির ‘জেড’ ক্যাটাগরির অন্যান্য কোম্পানিতে। মূল বাজার থেকে তালিকাচ্যুতি হয়ে বিনিয়োগ আটকে যাওয়ার শঙ্কায় গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেড ক্যাটাগরির ৪৪ কোম্পানির মধ্যে ৪১টির দর কমেছে। তবে ‘এ’ ক্যাটাগরির অধিকাংশ শেয়ারের দর বাড়লেও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দর কমায় সূচক বেড়েছে সামান্য।

বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদ তিন বছরেরও বেশি সময় উৎপাদন কার্যক্রম রহিমা ফুড করপোরেশন ও মডার্ন ডাইং এন্ড স্ক্রীন প্রিন্ট কোম্পানিকে তালিকাচ্যুতি করে। মূলত দুর্বল মৌলভিত্তির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি রোধে ও বিনিয়োগকারীদের সতর্ক করতেই তালিকাচ্যুতির পদক্ষেপ নেয় স্টক এক্সচেঞ্জটি। এতে গতকাল লেনদেনের শুরু থেকেই উৎপাদন বন্ধ থাকা ও লোকসানি জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। ফলে আর্থিক খাতের তিন কোম্পানি ছাড়া জেড ক্যাটাগরির অবশিষ্ট সবগুলো কোম্পানি দর হারায়।

পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনের শুরুতেই জেড ক্যাটাগরির বেশকিছু কোম্পানিতে ক্রেতা সংকট দেখা যায়। দুই কোম্পানির তালিকাচ্যুতির আতঙ্কে জেড ক্যাটাগরির অন্য শেয়ার থেকে বড় ধরনের বিক্রয় আদেশ আসতে শুরু করে। এতে লেনদেনের প্রথম ঘন্টায় দুর্বল মৌলভিত্তির শেয়ারগুলোর অধিকাংশ সর্বনিন্ম দরে হাতবদল হতে থাকে। জেড ক্যাটাগরির ৪৪ কোম্পানির মধ্যে ১৪টি গতকাল সর্বনিম্ন দরে কেনাবেচা হয়েছে। এরমধ্যে উৎপাদন বন্ধ থাকা এমারল্ড অয়েল দর হারিয়েছে ১০ শতাংশ।

চিংড়ি পোনা উৎপাদনকারী কোম্পানি বিচ হ্যাচারী মেরিন ড্রাইভের কারণে জরি ও কারখানা হারিয়েছে। ক্ষতিপূরণের অর্থে কোম্পানিটি এখনো কোন ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারেনি। গতকাল এ কোম্পানি দর হারিয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। প্রায় তিন বছর বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজ ৯ শতাংশ দর হারিয়েছে। চট্রগ্রামে পুরো কারখানা বিক্রি করে ঢাকার ধামরাইয়ে নতুন করে জমি কিনলেও সেখানে এখনো উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি বিডি ওয়েল্ডিং। গতকাল এ কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৯ শতাংশ। সমতা লেদার কমপ্লেক্স হারিয়েছে ১০ শতাংশ দর।

উৎপাদনে থাকলেও এক যুগেরও বেশি সময় ধরে লোকসানে রয়েছে ইমাম বাটন, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পিইটি, জিলবাংলা সুগার মিলস ও শ্যামপুর সুগার মিলস। গতকাল এ পাঁচ কোম্পানি ৯ দশমিক ৭ থেকে ৯ দশমিক ৯ শতাংশ দর হারিয়েছে। দেশের বহুল আলোচিত ব্যবসায়ি সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো সিনথেটিক ও শাইনপুকুর সিরামিকস রয়েছে জেড ক্যাটাগরির তালিকায়। গতকাল এ দুই কোম্পানির শেয়ার দর কমেছে ৭ থেকে ৮ দশমিক ৬ শতাংশ পর্যন্ত। সাভার রিফ্রাক্টরিজ হারিয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ার দর। শীর্ষস্থানীয় ব্যবসায়ি আবদুল আউয়াল মিন্টুর মালিকানাধীন কোম্পানি হচ্ছে দুলামিয়া কটন। দূর্বল মৌলভিত্তির এ কোম্পানির শেয়ার দর গতকাল ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে।

এদিকে দুর্বল মৌলভিত্তির শেয়ারের তারিকাচ্যুতির আতঙ্কে মৌলভিত্তিসম্পন্ন শেয়ার দর কিছুটা বেড়েছে। খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, জ্বালানি খাতের কোম্পানির শেয়ার দর গতকাল ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রকৌশল ও ওষুধ খাতের শেয়ার দরও বেড়েছে শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত। তবে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ার দর কমে যাওয়ায় সূচকে উল্লম্ফন দেখা যায়নি।

গতকাল জেড ক্যাটাগরি ও আর্থিক খাতের শেয়ার ছাড়া অন্যান্য ক্যাটাগরির বেশিরভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ৫৩৩৭ দশমিক ৪২ পয়েন্টে উন্নীত হয়েছে। আর ব্লু-চিপ কোম্পানি নিয়ে তৈরী সূচক বেড়েছে ৪ দশমিক ৪৯ পয়েন্ট। গতকাল ডিএসইতে লেনদেনও সামান্য বেড়েছে। ডিএসইতে কেনাবেচা হয়েছে ৯১২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিট, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬ শতাংশ বেশি।

গতকাল ডিএসইতে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-বিবিএস ক্যাবলস, গোল্ডেন হারভেস্ট, দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল, লিগেসী ফুটওয়্যার, মুন্নু সিরামিকস, কেডিএস এক্সেসরিজ, ইউনাইটেড পাওয়ার, আমান ফীডস,ইফাদ অটোস ও খুলনা পাওয়ার।

দরবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, ন্যাশনাল পলিমার, রূপালী লাইফ ইন্সুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, রিজেন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, কেডিএস এক্সেসরিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, এসিআইলি. ও বেঙ্গল উইন্ডসোর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: