facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

জুলাই মাসে লেনদেনে সেরা বস্ত্রখাত


১৬ আগস্ট ২০১৭ বুধবার, ০২:৫০  পিএম

শেয়ার বিজনেস24.কম


জুলাই মাসে লেনদেনে সেরা বস্ত্রখাত

জুলাই মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনে শীর্ষ স্থান দখল করেছে বস্ত্র খাত। আলোচ্য মাসে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৮৯ শতাংশ ছিল এই খাতের অবদান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত মাসে বস্ত্র খাতে মোট ৩ হাজার ৩২৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্যাংক খাত ১৫.৬৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত মাসে এই খাতে ৩ হাজার ২৭৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রকৌশল খাত ১১.০৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত মাসে এই খাতে মোট ২ হাজার ৩০৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ওষুধ খাতে ১০.৯৫ শতাংশ, জ্বালানী ও বিদ্যুৎ খাতে ৯.৯৬ শতাংশ,
আর্থিক খাতে ৯.৫৭ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ৪.৬৪ শতাংশ, বিবিধ খাতে ৪.২৭ শতাংশ ও তথ্য প্রযুক্তি খাতে ৩.৩৮ শতাংশ লেনদেন হয়েছে।

এছাড়া সিমেন্ট খাতে ৩.০৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৪৬ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৮১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৭৪ শতাংশ, ভ্রমণ খাতে ১.৩৮ শতাংশ, বিমা খাতে ১.৩৭ শতাংশ, ট্যানারি খাতে ১.২২ শতাংশ, সিরামিক খাতে ১.১১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৩৫ শতাংশ, পাট খাতে দশমিক ১৮ শতাংশ এবং বন্ডে দশমিক ০১ শতাংশ লেনদেন হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: