facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে উন্মুখ টাইগাররা


২৫ এপ্রিল ২০১৭ মঙ্গলবার, ০৩:৫৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে উন্মুখ টাইগাররা

কন্ডিশন অনুযায়ী প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী। তাছাড়া ইতিহাসও পক্ষে নেই। তবে এসব নিয়ে দুর্ভাবনা নেই মাশরাফি বিন মুর্তজার।

বাংলাদেশ অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মেলে ধরতে উন্মুখ।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ এ পর্যন্ত খেলেছে ৮ ম্যাচ; তাতে জয় মাত্র একটি। সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে, ২০০৬ আসরের বাছাইয়ে।

২০০৯ ও ২০১৩ সালের আসরে সুযোগই মেলেনি বাংলাদেশের। অধিনায়ক মাশরাফি ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া বর্তমান দলের কারোরই এ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই।

১০ বছর পর আবার ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের। গ্রুপ পর্যায়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। অধিনায়ক মনে করেন, এবারের অভিযান খুব কঠিন হতে যাচ্ছে।

মঙ্গলবার মাশরাফি বলেন, বাস্তবতায় চোখ রেখে বললে, এটা খুব কঠিন সফর হতে যাচ্ছে। প্রতিপক্ষ যারা আছে, তাদের দিকে তাকালে মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি এতো সহজ হবে না।

ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষেও জয়ের সুখস্মৃতি আছে তাদের। অতীত থেকে কিছুটা অনুপ্রেরণা পাচ্ছেন মাশরাফি।

তিনি বলেন, আমরা ওই কন্ডিশনে ইংল্যান্ডকে দুই বার হারিয়েছি (ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় একবার করে)। কার্ডিফে একবার অস্ট্রেলিয়াকেও হারিয়েছি। যদিও এগুলো ইতিহাস, তবে আমার কাছে এখনও মনে হয়, এটা সম্ভব। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই হবে।

বাংলাদেশের গ্রুপের আরেক দল নিউ জিল্যান্ডও ইংল্যান্ডের কন্ডিশনে ভীষণ শক্তিশালী দল। তাদের সঙ্গে একই গ্রুপে থাকায় কাজটা অনেক কঠিন হয়ে যাবে মাশরাফিদের জন্য।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ সূচি
১২ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৭ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড
১৯ মে বাংলাদেশ-আয়ারল্যান্ড
২৪ মে বাংলাদেশ-নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির সূচি:
গ্রুপ পর্ব
১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড (কেনিংটন ওভাল)
৫ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া (কেনিংটন ওভাল)
৯ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড (কার্ডিফ)

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: