facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

কোচ পেলেন টাইগাররা


২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার, ০৬:৩৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


কোচ পেলেন টাইগাররা

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবসে কলম্বোতে বসছে বাংলাদেশ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এতে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিদাহাস ট্রফির জন্য দলের প্রধান কোচ হিসেবে থাকছেন দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

পাপন জানিয়েছেন, টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন এবার আর থাকছেন না। ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি।

টুর্নামেন্টের জন্য সাকিব আল হাসানকে দলের অধিনায়ক ও মাহমুদুল্লাহ রিয়াদকে দলের সহ অধিনায়ক করা হয়েছে।

এদিকে ঘরোয়া লিগে ভালো করায় দলে ফিরেছেন ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, তাসকিন রহমান মেহেদী হাসান মিরাজরা।

এদিকে বাদ পড়েছেন লঙ্কানদের বিপক্ষে অভিষেক হওয়া আফিফ হোসেন, জাকির হাসান ও মেহেদি হাসান।

শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে আগামী ৬ মার্চ মাঠে গড়াবে নিদাহাস ট্রফি।

নিজেদের প্রথম ম্যাচে ৮ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একদিন বিরতি দিয়ে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। যার ফলে আসরে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই প্রতিযোগী ফাইনালের জন্য নির্বাচিত হবে। আগামী ১৮ মার্চ ফাইনালে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: