facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ইরানে হামলার মূল পরিকল্পনাকারী নিহত


১১ জুন ২০১৭ রবিবার, ০৪:৫৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


ইরানে হামলার মূল পরিকল্পনাকারী নিহত

ইরানের পার্লামেন্ট ভবন ও বিপ্লবী নেতা ইমাম খোমেনির (র) মাজারে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী নিহত হয়েছেন।

শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেন, ‘সন্ত্রাসীদের কমান্ডার শনিবার ইরানের গোয়েন্দা বাহিনীর হাতে নিহত হয়েছেন।’

তিনি বলেন, ‘হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে ওই সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে যায়। কিন্তু বন্ধু দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় হামলাকারী নিহত হয়।’

গত বুধবার ইরানের পার্লামেন্ট ও ইমাম খোমেনির মাজারে সংঘটিত সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।

হামলায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে মাহমুদ আলাভি বলেন, ‘গত কয়েক মাসে দেশের গোয়েন্দা সংস্থা ২৫টি সন্ত্রাসী চক্রকে নিষ্ক্রিয় করেছে। বহু সংখ্যক সন্ত্রাসী হামলা নস্যাতের প্রতিশোধ নিতে বুধবার ইরানে হামলা চালানো হয়েছে।’

গোয়েন্দামন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক গোয়েন্দা অভিযানে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় রাইফেল ও গ্রেনেড লাঞ্চার উদ্ধার করা হয়েছে।’

এদিকে ইরানের পুলিশ প্রধান হোসেইন আশতারি ঘোষণা করেছেন, বুধবারের হামলার সঙ্গে জড়িত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আলবোর্জ প্রদেশ থেকে আটজনকে আটক করা হয়েছে বলে সরকার ঘোষণা করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: