facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম স্টোকসের


২০ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৮:৩১  পিএম

শেয়ার বিজনেস24.কম


আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম স্টোকসের

বেঙালুরুতে সোমবার আইপিএলের নিলামটা ছিল ইংল্যান্ডের দিন। অলরাউন্ডার বেন স্টোকস সাড়ে ১৪ কোটি রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টসে যোগ দিয়েছেন। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় এখন স্টোকস। সব মিলিয়ে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তিনি। ইংল্যান্ডেরই ফাস্ট বোলার টাইমাল মিলস বিশেষজ্ঞ বোলার হিসেবে আইপিএলের ইতিহাসের সবেচেয় দামি খেলোযাড় হয়েছেন। রেকর্ড ১২ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। আরো আছে। তবে এটি আবার বাংলাদেশের হতাশার দিন। ৬ খেলোয়াড়ের মধ্যে ৪ জন নিলামে উঠেছিলেন। মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়কে কেউ কেনেনি। তামিম ইকবাল ও তাসকিন আহমেদের ডাক হয়নি।

নিলামে ৩৫৯ জন খেলোয়াড় ছিল। ১২২ জন বিদেশি। প্রত্যেক দল নয়জন বিদেশি নিতে পারতো। আগেই সব দলে বিদেশি ছিল। তার সাথে যোগ হয়েছেন আরো খেলোয়াড়। নিলামের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আছে প্রথম আফগান খেলোয়াড় হিসেবে মোহাম্মদ নবির সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেওয়া। ৩০ লাখ রুপি তার মূল্য। আফগানিস্তানেরই ১৮ বছরের লেগস্পিনার রশিদ খানের ৪ কোটি রুপিতে সানরাইজার্সে নাম লেখানো বড় ঘটনা। সংযুক্ত আরব আমিরাতের চিরাগ সুরির গুজরাট লায়ন্সে ভিত্তিমূল্য ১০ লাখ রুপিতে যোগ দিয়ে ইতিহাস গড়েছেন।

টি-টুয়েন্টি ও ওয়ানডের বিশ্ব র‍্যাংকিংয়ে এক নম্বর বোলার দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির দল পাননি। ভারতের ইশান্ত শর্মা, ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, চেতেশ্বর পুজারা, পারভেজ রাসুল ও আরপি সিংকে কেউ কেনেনি। অলরাউন্ডার পবন নেগিকে গতবার সাড়ে আট কোটি রুপিতে কিনে চমকে দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। তারা এবার তাকে ছেড়ে দিয়েছে। নেগিকে মাত্র ১ কোটি রুপিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু।

নিলামে কোন খেলোয়াড়কে কোন দল কিনলো :

দিল্লি ডেয়ারডেভিলস : অ্যাঞ্জেলো ম্যাথুজ, কোরি অ্যান্ডারসন, কাগিসো রাবাদা, প্যাট কামিন্স, অঙ্কিত বাওনে, আদিত্য তারে, মুরুগান অশ্বিন, নবদিপ সাইনি, শশাঙ্ক সিং।

গুজরাট লায়ন্স : নাথু সিং, বাসিল থাম্পি, তেজাস সিং বারোকা, মনপ্রিত গনি, জ্যাসন রয়, মুনাফ প্যাটেল, চিরাগ সুরি, শেলি শারিয়া, শাবনাম আগারওয়াল, প্রথম সিং, আকাশ দিপ নাথ।

সানরাইজার্স হায়দ্রাবাদ : তন্ময় আগরওয়াল, মোহাম্মদ নবি, একলব্য দিবেদি, রশিদ খান, প্রবিন তাম্বে, ক্রিস জর্ডান, বেন লাফলিন, মোহাম্মদ সিরাজ।

রাইজিং পুনে সুপারজায়ান্টস : বেন স্টোকস, জাদব উনাদকাট, রাহুল শাহার, সৌরভ কুমার, ড্যান ক্রিশ্চিয়ান, মিলিন্দ ট্যান্ডন, আর ত্রিপাঠি, মনোজ তিওয়ারি, লোকি ফার্গুসন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু : পবন নেগি, টাইমাল মিলস, অনিকেত চৌধুরি, প্রবিন দুবে, বিলি স্ট্যানলেক।

মুম্বাই ইন্ডিয়ান্স : নিকোলাস পুরান, মিচেল জনসন, কে গৌতম, কর্ন শর্মা, সৌরভ তিওয়ারি, আসলে গুনারত্নে, কে খেজরোলিয়া।

কিংস ইলেভেন পাঞ্জাব : ইয়ন মরগ্যান, রাহুল তেওয়াতিয়া, টি নটরাজন, ম্যাট হেনরি, বরুন অ্যারন, মার্টির গাপটিল, ড্যারেন স্যামি, রিংকু সিং।

কলকাতা নাইট রাইডার্স : ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, রিশি ধাওয়ান, ন্যাথান কল্টার নাইল, রভম্যান পাওয়েল, সঞ্জয় যাদব, ইশাঙ্ক জাগ্গি, ড্যারেন ব্র্যাভো, সায়ান ঘোষ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: