facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

অযৌক্তিক বোনাস শেয়ার ঘোষণা করা যাবে না


২১ মে ২০১৯ মঙ্গলবার, ০৭:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


অযৌক্তিক বোনাস শেয়ার ঘোষণা করা যাবে না

অযৌক্তিকভাবে কোনো কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীতে কোম্পানির সম্প্রসারণ, সুষমকরণ, আধুনিকীকরণ, পুর্নগঠন ও বিস্তার (বিএমআরই) এবং গুণগতমান উন্নয়ন ব্যতিত বোনাস শেয়ার ঘোষণা করা যাবে না। কমিশনের ৬৮৭তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বোনাস শেয়ার ঘোষণার নিয়ে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশের সময় বোনাস শেয়ার ঘোষণার কারন এবং এর বিপরীতে রেখে দেওয়া মুনাফা কোথায় ব্যবহার করা হবে,তা উল্লেখ করতে হবে। এ বিষয়ে কমিশন শীঘ্রই নোটিফিকেশন জারি করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: