facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

লাগামহীন দর বাড়ছে দুই কোম্পানির!


০৯ জানুয়ারি ২০১৭ সোমবার, ০৩:১৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


লাগামহীন দর বাড়ছে দুই কোম্পানির!

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

কোম্পানি দুটি হলো- বেক্সিমকো সিনথেটিকস ও ন্যাশনাল টি কোম্পানি।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই রোববার ৮ জানুয়ারি নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুটি জানায়, কোনো  অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ ডিসেম্বর থেকে বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৭ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৯ টাকা ৬০ পর্যন্ত লেনদেন হয়েছে।

এদিকে ন্যাশনাল টির গত ১১ ডিসেম্বর থেকে শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৬০৮ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৮৬১ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: