facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আরো ৮ জাহাজ কিনছে বিএসসি


১৫ মে ২০১৭ সোমবার, ০৯:২৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


আরো ৮ জাহাজ কিনছে বিএসসি

চীনের অর্থায়নে আরো ৮টি জাহাজ কিনতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ ৮টি জাহাজ কিনতে খরচ হবে মোট দুই হাজার কোটি টাকা।

এরই মধ্যে বিএসসি’র বহরে ৬টি জাহাজ চালুর প্রক্রিয়া চলছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জাহাজগুলো কিনতে অর্থায়নের জন্য চায়নার ইকোনমিক ডেভোলপমেন্ট করপোরেশন ফান্ড (ইপিসিএফ) প্রতিষ্ঠানে বিএসসি’র পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হবে। উল্লেখ্য, চায়নিজ এক্সিম ব্যাংকের ১৮ কোটি ৪৫ লাখ ডলার অর্থায়নে তিনটি অয়েল ট্যাঙ্কারস এবং তিনটি বাল্ক ক্যারিয়ার্স মোট ৬টি জাহাজ আগামী ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিএসসি’র বহরে যুক্ত হবে।

এ ব্যাপারে বিএসসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০২১ সালের মধ্যে ২১টি জাহাজ বিএসসি’র বহরে যুক্ত করতে কাজ করা হচ্ছে। চায়নার বিভিন্ন কোম্পানি বাংলাদেশ বিনিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে অনেকগুলো মেমোরেন্ডাম অব আর্টিক্যালস (এমওইউ) চুক্তি স্বাক্ষর করা রয়েছে। এ বিষয়ে ফরেন লোন সার্চ কমিটি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: