facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪

Walton

৫ কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক নিখোঁজ


১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার, ১০:২৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


৫ কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংকের ব্যবস্থাপক নিখোঁজ

চাঁদপুরে গ্রাহকদের পাঁচ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী নিখোঁজ হওয়ার ঘটনায় পূবালী ব্যাংক পিএলসি নতুন বাজার শাখার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ বিষয়ে এখন তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পূবালী ব্যাংকের কুমিল্লা রিজিওনাল অফিসের (আরএম) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁদপুর শহরের নতুন বাজার পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর খোঁজ এখনও মেলেনি। গ্রাহকের পাঁচ কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একইসাথে পৃথকভাবে নিখোঁজের জিডি ও গ্রাহক ওকে এন্টারপ্রাইজের করা মামলার তদন্ত করছে পুলিশ।

এদিকে ব্যাংকে থাকা নবাগত ব্যবস্থাপক মো. হুমায়ুন কবিরসহ সব কর্মকর্তাকে বদলি করে কুমিল্লা রিজিওনাল অফিসে নেওয়া হয়েছে। রোববার (২১ এপ্রিল) থেকে এই শাখায় নতুন সেটআপে কর্মকর্তারা গ্রাহক সেবা দেবেন।

ব্যাংকের নিখোঁজ ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী গত ৪ এপ্রিলের বিকাল ৩টার পর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ওকে এন্টারপ্রাইজের দুই কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা, অধিক মুনাফার কথা বলে কচুয়ার আশ্রাফপুর এলাকার দলিল লেখক মারুফের নেওয়া নগদ ৭৫ লাখ এবং চাঁদপুর শহরের ব্যবসায়ী ও ঠিকাদার আকবর হোসেন লিটনের কাছ থেকে কয়েক দফায় নেওয়া নগদ এক কোটি ৭৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন।

ঘটনার পর থেকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও দুদুক চাঁদপুর কার্যালয় ঘটনার তদন্ত করছে। নিখোঁজ ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দী জেলার কচুয়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি সপরিবার কুমিল্লায় থাকতেন। সে বাসায় এখন তালা ঝুলানো। তিনি গত ১৪ জানুয়ারি পূর্বালী ব্যাংকের নতুন বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

গ্রামবাংলা -এর সর্বশেষ