facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

বড় অর্থের শেয়ার ইস্যু করল পাওয়ার গ্রিড


১০ এপ্রিল ২০২৪ বুধবার, ১০:১৬  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বড় অর্থের শেয়ার ইস্যু করল পাওয়ার গ্রিড

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) ৪০২ কোটি টাকার সাধারণ শেয়ার ও অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু সম্পন্ন করেছে।

কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারে সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করেছে, যার আর্থিক মূল্য ৪০২ কোটি ১৬ লাখ টাকা।

এছাড়া ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩টি অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করা হবে, যার আর্থিক মূল্য ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকা। অর্থাৎ সাধারণ ও অগ্রাধিকারমূলক শেয়ার মিলিয়ে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকা সমপরিমাণের শেয়ার ইস্যু করেছে পাওয়ার গ্রিড।

এর আগে গত ৬ এপ্রিল কোম্পানিটির বোর্ড সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে সাধারণ ও অগ্রাধিকার ‘শেয়ার সার্টিফিকেট’ হস্তান্তর করা হয়।

জানা গেছে, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের শুরউ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে সরকারের ইক্যুইটি হিসেবে প্রদত্ত টাকার বিপরীতে এ শেয়ার ইস্যু করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: