facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

বড় অংকের মুনাফা বেড়েছে লাভেলো আইসক্রিমের


১৬ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, ১০:২৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বড় অংকের মুনাফা বেড়েছে লাভেলো আইসক্রিমের

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৭৩ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬ কোটি ১ লাখ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৩ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ কোটি ৫৪ লাখ টাকা বা ৭৩ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৮৪ লাখ টাকা, আগের বছর একই সময়ে যা ছিল ৯ কোটি ৬৫ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ১৯ লাখ টাকা বা ১২ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২১ পয়সায়, গত বছরের ৩০ জুন শেষে যা ছিল ১২ টাকা ৯৪ পয়সা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: