facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

বোনাস লভ্যাংশ দিলো ৭ কোম্পানি


০২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার, ১২:০৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বোনাস লভ্যাংশ দিলো ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার ও নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। কোম্পানিগুলোর লভ্যাংশ বিও হিসাবে জমা হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বোনাস লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলো হল- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানি গুলো হলো- ইজেনারেশন, আরামিট লিমিটেড, সালভো কেমিক্যাল ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কুইন সাউথ টেক্সটাইল ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস।

সিনোবাংলা ১১ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১ শতাংশ বোনাস।

আর জেনেক্স ইনফোসিস ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে এর মধ্যে ২ শতাংশ বোনাস।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানি গুলো হলো- ইজেনারেশন, আরামিট লিমিটেড, সালভো কেমিক্যাল ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।

কোম্পানিগুলোর ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

ইজেনারেশন: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।


আরামিট: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

সালভো কেমিক্যাল: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন: কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: