facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বানকো ফাইন্যান্সের কর্মকাণ্ড খতিয়ে দেখবে বিএসইসি


১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার, ০৩:২৪  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


বানকো ফাইন্যান্সের কর্মকাণ্ড খতিয়ে দেখবে বিএসইসি

বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হয়েছে কি-না তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোক্তা ও পরিচালকেদের মালিকানাধীন ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজে গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে বানকো ফাইন্যান্সেও সন্দেহজনক অনিয়মের ঘটনা ঘটেছে বলে ধারানা করছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুলাই) বিএসইসি এ সংশ্লিষ্ট তদন্ত কমিটি গঠনের আদেশ জারি করে।

বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাউসার আলীকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ ও যুগ্ম পরিচালক মো. রকিবুর রহমান।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল দিতে হবে। কমিটি বানকো ফাইন্যান্সের পাশাপাশি এই কোম্পানির মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৯ কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: