facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪

Walton

প্রকৌশল গুচ্ছে উত্তীর্ণদের ভর্তি শুরু ২১ এপ্রিল


০৯ মার্চ ২০২৪ শনিবার, ১০:০৬  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


প্রকৌশল গুচ্ছে উত্তীর্ণদের ভর্তি শুরু ২১ এপ্রিল

তিন প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২১ মার্চ থেকে ‍শুরু হচ্ছে। এদিন থেকে উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিভাগ চয়েস ফরম পূরণ করবেন। এবারে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। শনিবার (৯ মার্চ) প্রকৌশল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এদিন রাতে প্রকৌশল গুচ্ছ তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে ২১ এপ্রিল (রোববার) সকাল ৯টা থেকে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েস ফরম তথ্য সম্পন্ন করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে। ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য ৩টি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে।

অনলাইন চয়েস ফরমে দেয়া তথ্য ও পছন্দক্রম আগামী ২৭ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত প্রার্থী পরিবর্তন করতে পারবেন। এরপর আর কোন তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। পূরণকৃত ফরমের এক কপি (প্রিন্টেড) ভর্তির সময় নিয়ে আসতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরেরদিন ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ওই কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিন নিরীক্ষা কমিটি প্রার্থীদের সনদপত্র যাচাই করে জমা দেয়ার পর ওইদিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরের দিন ২৯ এপ্রিল সকালে প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি সাড়ে ১৮ হাজার টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বিকাল ৩টার মধ্যে জমা দিতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: