facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

পাঁচ কোম্পানির বড় লেনদেন


০২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, ১০:১৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


পাঁচ কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৯ কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, কর্ণফুলী ইন্সুরেন্স এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে সিটি জেনারেল ইন্সুরেন্সের ৯ কোটি ১৬ লাখ ৫৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ১৭ লাখ ৪৮ হাজার টাকা, স্কয়ার ফার্মা ৩ কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকা, কর্ণফূলী ইন্সুরেন্সের ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ৫৮ লাখ ৭৩ হাজার টাকা, ই-জেনারেশনের ৫৮ লাখ ৫০ হাজার টাকা, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৪৮ লাখ ৫০ হাজার টাকা, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩৫ লাখ ৪৯ হাজার টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: