facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পর্ষদ সভার তারিখ জানাল ১৩ কোম্পানি


০৫ মে ২০২১ বুধবার, ০১:৪১  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


পর্ষদ সভার তারিখ জানাল ১৩ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ১৩ কোম্পানি। এসব কোম্পানির পর্ষদ সভা শেষে কোনোটি সমাপ্ত হিসাব বছরের এবং কোনোটি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে আগামী ৮ মে সভা করার ঘোষণা দিয়েছে ৪ কোম্পানি। এর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের সভা বেলা ১২টায়, আর্গন ডেনিমসের সভা দুপুর ২টায়, ইভেন্স টেক্সটাইলের সভা বিকেল ৩টায় এবং সিলকো ফার্মার সভা বিকেল ৪টায় হবে।

আগামী ৯ মে ৫ কোম্পানির সভা হবে। তার মধ্যে আলহাজ্ব টেক্সটাইলের সভা দুপুর ১টায়, প্রিমিয়ার ব্যাংকের সভা দুপুর ২টায়, উত্তরা ব্যাংকের সভা দুপুর ২টায়, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সভা দুপুর ২টা ৩০ মিনিটে, ন্যাশনাল পলিমারের সভা বিকেল ৩টায় এবং ১০ মে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের সভা দুপুর ১২টায় হবে।

১১ মে ৩ দুপুর ১টা ৩০ মিনিটে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের সভা, বিকেল ৩টায় ইউনাইটেড ফাইন্যান্সের সভা এবং দুপুর ২টা ৩০ মিনিটে এনসিসি ব্যাংকের সভা হবে।

কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট সিকিউটিজ ইসলামী ব্যাংকের সভা শেষে লভ্যাংশ ঘোষণার সম্ভাবনা আছে। এছাড়া, অন্য কোম্পানিগুলো তাদের প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: