facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

তিন ব্রোকারেজ হাউজে পাওনা অর্থ পরিশোধ শুরু


০৬ জুলাই ২০২২ বুধবার, ০৯:৪৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


তিন ব্রোকারেজ হাউজে পাওনা অর্থ পরিশোধ শুরু

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত তিনটি ব্রোকারেজ হাউজের পাওনাদারদের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ শুরু করা হয়েছে।

ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

ব্রোকারেজ হাউজগুলো হলো—ক্রেস্ট সিকিউরিটিজ, বাংকো সিকিউরিটিজ এবং তামহা সিকিউরিটিজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ তিন ব্রোকারেজ হাউজের যেসব বিনিয়োগকারী চলতি বছরের ১৫ মে’র মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রাপ্য অর্থ (যাচাই-বাছাইপূর্বক) দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে৷

এরই অংশ হিসেবে গত ২৯ জুন থেকে বাংলাদেশ ইলেকট্রিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ৪৩১ বিনিয়োগকারীকে ৪ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হয়েছে৷

ডিএসই আশা করছে, যথাসম্ভব দ্রুত গতিতে বিইএফটিএ’র মাধ্যমে বাকি অর্থ দেওয়া হবে।

ডিএসই জানিয়েছে, ডিএসই সব পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্রোকারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সব ধরণের পদক্ষেপ গ্রহণ করছে৷ আর এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়েও সতর্ক রয়েছে৷

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: