facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

তিন খাতের শেয়ারে বাজিমাৎ


২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ০৮:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন খাতের শেয়ারে বাজিমাৎ

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান সূচক সাড়ে ১৫ পয়েন্ট বেড়েছে। আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২২১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ১২০টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আজ তালিকাভুক্ত ২০ খাতের মধ্যে তিন খাতের শেয়ার বাজিমাৎ করেছে। এসব খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। খাতগুলো হলো- সিরামিক, সিমেন্ট এবং সেবা খাত।

সিরামিক খাত

সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। খাতটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে আরএকে সিরামিকসের ২.৫৭ শতাংশ।

সিমেন্ট খাত

সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে আরামিট সিমেন্টের ৩.৯৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৩১ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের ২.১৮ শতাংশ।

সেবা খাত

সেবা খাতের ৪টি কোম্পানির মধ্যে আজ সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে ৫.০২ শতাংশ। সামিট অ্যালায়েন্স পোর্টের দর বেড়েছে ১.৫৩ শতাংশ এবং সাইফ পাওয়ারের ১.৪৮ শতাংশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: