facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মে রবিবার, ২০২৪

Walton

কে এই নতুন হীরক রাজা?


০৬ মে ২০২৪ সোমবার, ১০:৫১  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কে এই নতুন হীরক রাজা?

আগামীকাল ৭ মে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গরমের মধ্যেই রাজনৈতিক দলগুলোর পক্ষে নিত্যদিন নতুন প্রচার চমক উপস্থিত। এবার হীরক রাজার বেশে হাজির হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! এই নতুন রূপের নেপথ্য ভাবনা জানালেন নিজেই।

রোববার সমাজমাধ্যমে রুদ্রনীল একটি ভিডিও পোস্ট করেন। সেখানে অভিনেতাকে সত্যজিৎ রায় পরিচালিত ‘হীরক রাজার দেশে’ ছবিতে উৎপল দত্ত অভিনীত হীরক রাজার বেশে দেখা গেছে। সিংহাসনে বসে রাজা মজার দৃষ্টিতে তাকিয়ে। ভিডিওর ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, ‘যারা বাংলাকে বানিয়েছে হীরক রাজার দেশ, তাদের স্বৈরাচার এবার হবে শেষ।’ ভিডিওটির শিরোনাম ‘হীরক রানি বাই বাই’। ভিডিওটিকে টিজার হিসেবেই উল্লেখ করেছেন রুদ্রনীল।

রুদ্রনীল বিজেপির সদস্য। নির্বাচন ছাড়াও অন্যান্য সময়েও রাজ্যের শাসক দলের সমালোচনায় নিজের কবিতাকে হাতিয়ার করেছেন রুদ্রনীল। সমাজমাধ্যমে তার সেই কবিতা নিমিষে ভাইরাল হয়। এ ভিডিওর নেপথ্যে রুদ্রনীলের উদ্দেশ্য স্পষ্ট। তবে হীরক রাজার বেশ কেন? রুদ্রনীল বললেন, ‘দল যেহেতু আমাকে তারকা প্রচারক হিসেবে দেখে, তাই একটা দায়িত্ববোধের জায়গা থেকেই আমিও কিছু করতে চেয়েছিলাম। আসলে আমাদের রাজ্য তো এখন হীরক রাজার দেশের মতোই! তাই এই ভাবনা।’

১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। রুদ্রনীলের মতে, সত্যজিৎ ছিলেন ভবিষ্যৎদ্রষ্টা। বললেন, ‘বড় বড় দার্শনিকরা হয়তো ভবিষ্যৎ দেখতে পান। ছোটবেলায় ছবিটা দেখে এক রকম অর্থ বুঝেছি। আর এখন দেখি অন্য অর্থ। পশ্চিমবঙ্গের বর্তমান অরাজকতা সবটাই যেন ছবিটার সঙ্গে মিলে যাচ্ছে। হীরক রাজা বা রানির সেই হুঙ্কার কিন্তু মানুষ দেখছেন।’ তবে একই সঙ্গে রুদ্রনীল মনে করিয়ে দিতে চান, উৎপল দত্তের মতো অভিনয় করবেন এ কথা তিনি দুঃস্বপ্নেও ভাবতে চান না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: