facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

এসএসসির ফলে ছেলের চেয়ে এগিয়ে মা


০৪ মে ২০১৭ বৃহস্পতিবার, ০৮:২১  পিএম

শেয়ার বিজনেস24.কম


এসএসসির ফলে ছেলের চেয়ে এগিয়ে মা

এবারের  এসএসসি পরীক্ষায় ছেলের চেয়ে ভালো ফল করেছে তার মা। নাটোরের বাগাতিপাড়ায় একসঙ্গে মা-ছেলে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার ফলাফলে মা মলি রাণী পেয়েছেন জিপিএ-৪.৫৩ এবং ছেলে মৃন্ময় কুমার কুণ্ডু পেয়েছে জিপিএ-৪.৪৩। দুজনই কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন।

মা মলি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেড এবং ছেলে মৃন্ময় বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন। একসঙ্গে পাস করায় মা-ছেলে উভয়ে উচ্ছ্বাসে মেতেছেন।

৩৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নেন মা মলি রাণী কুণ্ডু।

তিনি জানান, নবম শ্রেণিতে পড়ার সময় বাবা নঁওগা জেলার মান্দা উপজেলার প্রসাদপুরের অসিত কুণ্ডু তাকে বিয়ে দেন। এরপর আর পড়ালেখা করার সুযোগ হয়নি। সংসারের চাপে গৃহিণীই রয়ে যান। এরই মধ্যে দুটি সন্তানের জন্ম দেন। বড় ছেলে মৃন্ময় কুমার কুণ্ডু এবং ছোট ছেলে পাপন কুণ্ডু। ছেলেদের পড়ালেখা করাতে গিয়ে তিনি অনুভব করেন তার নিজের পড়ালেখা জানা দরকার। সেই ভাবনা থেকেই স্কুলে ভর্তি হন।

চলতি বছর মা ও ছেলে একই বইয়ে পড়ালেখা করে বাগাতিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেন।

মলি রাণী উপজেলার গালিমপুরের মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার মিন্টুর স্ত্রী।

ছেলের চেয়ে ভালো ফলাফল করায় উচ্ছ্বসিত মলি রাণী বলেন, ভবিষ্যতেও তিনি পড়ালেখা অব্যাহত রাখবেন।

মৃন্ময় কুমার কুণ্ডু জানায়, তার মায়ের পরীক্ষার ফলে সে অনুপ্রাণিত হয়েছে। সে চেষ্টা করবে যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করা যায়।

মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার মিন্টু জাগো নিউজকে  জানান, তার স্ত্রীকে সংসারের যাবতীয় কাজ করতে হয়। তারপরেও স্ত্রীর এই ফলাফলে তিনি ভীষন খুশি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: