facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ মে সোমবার, ২০২৪

Walton

এক হাজার লোক নিয়োগ দেবে পরিসংখ্যান ব্যুরো


০৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার, ০৩:৪০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


এক হাজার লোক নিয়োগ দেবে পরিসংখ্যান ব্যুরো

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন জিআইএস ম্যাপিং অব সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড কমপ্ল্যায়েন্স ভেরিফিকেশন সার্ভে প্রকল্পে মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য এক পদে ১,০০০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: গণনাকারী
পদসংখ্যা: ১০০০
যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী বা স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। নিজস্ব স্মার্টফোন থাকতে হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজের পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার প্রাপ্য হবেন। কমপক্ষে ২০টি প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে।


বয়স: ১৮ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: নিজ জেলা
সম্মানী: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের জন্য স্কিমে অনুমোদিত হারে ন্যূনতম ১,০০০ টাকা।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: