facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

উত্তরা ফাইন্যান্সের অবসায়নের আবেদন খারিজ


০২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার, ০৯:২৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


উত্তরা ফাইন্যান্সের অবসায়নের আবেদন খারিজ

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের অবসায়ন ও অন্যান্য প্রতিকার চেয়ে করা বাংলাদেশ ব্যাংকের অপসারিত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এসএম শামসুল আরেফিনের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

গত ৩১ জানুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট বিভাগের কোম্পানি জাজ বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

উত্তরা ফাইন্যান্সের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা ফাইন্যান্সের বিশেষ নিরীক্ষায় ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। এ অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় শামসুল আরেফিনকে অপসারণ করে গত বছরের ২২ জুন কোম্পানিটির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: