facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক


২৭ মার্চ ২০২৪ বুধবার, ১০:০১  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

পাবনার ঈশ্বরদীতে বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এ লাইন দিয়ে আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহী থেকে খুলনার উদ্দেশে গিয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সূফী নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যে লাইনে ট্রেন লাইনচ্যুত হয়েছে তার পাশেরটি ক্লিয়ার করে চলাচল স্বাভাবিক করা হয়। তবে উদ্ধারকাজ এখনো চলছে। উদ্ধারকারী ট্রেন পড়ে যাওয়া বগি সরিয়ে নিতে কাজ করছে।

মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের অদূরে পাতিবিল এলাকায় তেলবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের এবং ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: