facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

১৫ আগস্টের পর দেশে চক্রান্তের রাজনীতি শুরু : তথ্যমন্ত্রী


২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার, ০৫:৪৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


১৫ আগস্টের পর দেশে চক্রান্তের রাজনীতি শুরু : তথ্যমন্ত্রী

১৫ আগস্টের পর দেশে চক্রান্তের রাজনীতি শুরু হয় বলে দাবি করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সাম্প্রতিক রাজনীতি নিয়ে জাসদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি চক্রান্তের চশমা পরে রাজনীতি করছে। রোহিঙ্গা ইস্যুকে রাজনীতিকীকরণের চেষ্টা হচ্ছে। আগামী নির্বাচনে রাজাকার ও মুক্তিযুদ্ধবিরোধীদের ক্ষমতার বাইরে রাখতে হবে। নির্বাচনের সময় জাতীয় সরকারের দাবি করে যাঁরা রাজনীতি করছেন, তাঁদের থেকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, ‘বিএনপি চক্রান্তের চশমা পরে বলেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে তারা জামায়াতীকরণ করেছে। পাকিস্তানীকরণ করেছে। আর এখন বাংলাদেশরে রোহিঙ্গা সমস্যাকে সামনে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে তারা রোহিঙ্গাকরণ করার চক্রান্ত করছে।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা। এর পর থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: