facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

১৪ বছর পর মহিলা আ. লীগের সম্মেলন


০৩ মার্চ ২০১৭ শুক্রবার, ০৯:৫০  পিএম

শেয়ার বিজনেস24.কম


১৪ বছর পর মহিলা আ. লীগের সম্মেলন

প্রায় ১৪ বছর পর সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

সংগঠনের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ জানান, সম্মেলনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।

২০০২ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় পরের বছর ১২ জুলাই। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও পিনু খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সারা দেশ থেকে প্রায় ছয় হাজার নেতাকর্মী এবারের সম্মেলনে অংশ নেবেন বলে জানান পিনু খান।

এ সম্মেলনের প্রস্তুতি জানাতে শুক্রবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আধুনিক একটা সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আমরা যেন নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে পারি- এমন পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে আমাদের সব সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করতে যাচ্ছি। এর মধ্যে প্রথমে শনিবার মহিলা আওয়ামী লীগ এবং ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ বলেন, সম্মেলনকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ২৭ সদস‌্যের একটি কমিটি কাজ করেছে। এছাড়া ১০টি উপ-কমিটি সার্বিক বিষয় দেখভাল করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: