facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

সিলেটে ঘুষের টাকা ধরতে গিয়ে মার খেলো দুদক দল


০৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৯:৩১  পিএম

শেয়ার বিজনেস24.কম


সিলেটে ঘুষের টাকা ধরতে গিয়ে মার খেলো দুদক দল

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখায় আজিজুর রহমান নামের একজন কর্মচারীকে ঘুষের টাকাসহ ধরতে গিয়ে উল্টো মার খেয়েছে উপপরিচালকের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের একটি দল।

জেলা প্রশাসকের কর্মচারীরা দুদকের উপসহকারী পরিচালক ও কনস্টেবলকে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের মুক্ত করে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মনজুর, রণজিৎ কুমার কর্মকার ও কনস্টেবল মিসবাহ উদ্দিন। অন্যদিকে দুদকের হাতে আটক জেলা প্রশাসনের কর্মচারী আজিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কনস্টেবল মিসবাহকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুদক ও জেলা প্রশাসন সূত্র জানায়, বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকাসহ দুদক আটক করে। জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষ থেকে আজিজুরকে নিয়ে যাওয়ার সময় কর্মচারীরা দুদকের সবাইকে জিম্মি করে রাখেন। একপর্যায়ে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে রখেন। এ অবস্থায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সঙ্গে দুদক দলের বৈঠক চলাকালে কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। তারা আজিজুরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে হাতাহাতি থেকে মারধর শুরু হয়। কাঠের রোলার দিয়ে দুদকের কনস্টেবল মিসবাহের মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায়। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন দুদকের উপসহকারী পরিচালক ওয়াহিদ ও রণজিত।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানগর পুলিশের একটি দল দুদকের দলকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিরাপদে নিয়ে যায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: