facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

সাপ্তাহিক টপ লুজারে রূপালী ইন্স্যুরেন্স


২৬ মে ২০১৭ শুক্রবার, ০২:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


সাপ্তাহিক টপ লুজারে রূপালী ইন্স্যুরেন্স

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৩.৭১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গড়ে প্রতিদিন কোম্পানিটির ১১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫৬ কোটি ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৩.৬১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৪৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১২.৮৪ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতি ইন্স্যুরেন্সে ১১.৬৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১১.১১ শতাংশ, প্রভাতি লাইফ ইন্স্যুরেন্সে ১০.৬৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সে ১০.৪৩ শতাংশ, ব্যাংক এশিয়াতে ৯.৫৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সে ৯.১৭ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্সে ৯.১৭ শতাংশ দর কমেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: