facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

লোভনীয় দরে লিজিংয়ের ৪৮ শতাংশ কোম্পানির শেয়ার


০৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার, ০৯:৫৫  পিএম

নিজস্ব প্রতিবেদক


লোভনীয় দরে লিজিংয়ের ৪৮ শতাংশ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিজিং খাতে ২৩টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৪৮ শতাংশের শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, লিজিং খাতের কোম্পানির মধ্যে ১১টি বা ৪৮ শতাংশের শেয়ার দর বর্তমানে অভিহিত বা ১০ টাকার নিচে অবস্থান করছে। আর ১২টির শেয়ার দর অভিহিত মূল্যের উপরে অবস্থান করছে।

অভিহিত মূল্যের নিচে অবস্থান করা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমন্ট (বিডি ফাইন্যান্স), বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি), ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (আইএলএফএলএল), মাইডাস ফাইন্যান্সিং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসে, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইউনিয়ন ক্যাপিটাল।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে নিচে অর্থাৎ ২.৪০ টাকায় অবস্থান করছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। দ্বিতীয় সর্ব নিম্নে বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) ২.৬০ টাকায় এবং শেয়ার দর ৩ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্নে অবস্থান করছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (পিএলএফএসএল)।

অভিহিত মূল্যের নিচে অবস্থান করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্সের ৭.৯০ টাকা, ফাস ফাইন্যান্সের ৪.১০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের ৫.১০ টাকা, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (আইএলএফএলএল), ৪.২০ টাকা, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯.৬০ টাকা, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৯০ টাকা, প্রাইম ফাইন্যান্সের ৬.১০ টাকা এবং ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর ৪.৯০ টাকায় অবস্থান করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: