facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

লংকাবাংলার সর্বোচ্চ ৪৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা


২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৬:২৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


লংকাবাংলার সর্বোচ্চ ৪৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি ৪৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি সোমবার দুই হাজার ৯১০ বারে ৭৬ লাখ ১৬ হাজার ৬০৫টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ৪ হাজার ৫৭২ বারে ৯১ লাখ ৫ হাজার ৮৩৯টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪১ কোটি ৮৫ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা তিতাস গ্যাস ৩ হাজার ৮৫২ বারে ২৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাক্টিভ ফাইন ২৮ কোটি ৪৯ লাখ টাকা, বারাকা পাওয়ার ২৩ কোটি ৫ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২১ কোটি ৫ লাখ টাকা, সিঙ্গার বিডি ২০ কোটি ৮৫ লাখ টাকা, এএফসি অ্যাগ্রো ১৮ কোটি ৪২ লাখ টাকা, বেক্সিমকো ১৭ কোটি ৭২ লাখ টাকা ও এ্যাপোলো ইস্পাত ১৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: