facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ পরিস্থিতিকে নাজুক


২৮ মার্চ ২০১৮ বুধবার, ০৮:৩৭  পিএম

নিজস্ব প্রতিবেদক


বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ পরিস্থিতিকে নাজুক

ক্রমাগত দর হারাচ্ছে বেশিরভাগ কোম্পানির শেয়ার। গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে একের পর এক ইস্যুতে শেয়ারবাজারে দরপতন চলছে।

সংকটের মূলে গিয়ে দরপতন বন্ধ করতে কার্যকর ব্যবস্থা না থাকার বিষয়টি অব্যাহত দরপতনের কারণ বলে জানান সংশ্নিষ্টরা। চলতি দরপতনের জন্য এডিআর ইস্যুতে ব্যাংক খাতের তারল্য সংকটকে প্রধান কারণ বলে মনে করছেন তারা।

শীর্ষ এক ব্রোকারেজ হাউসের এমডি বলেন, এডিআর ইস্যুতে ব্যাংক খাতের তারল্য সংকটই চলতি দরপতনের প্রধান কারণ। তবে এ নিয়ে সৃষ্ট আতঙ্কে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণির বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ পরিস্থিতিকে নাজুক করেছে। যে কারণেই হোক বাজারে অর্থের প্রবাহ কমলে শেয়ারবাজারে বিনিয়োগ কমে। এখন তাই ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

অপর এক মার্চেন্ট ব্যাংক কর্মকর্তা জানান, নীতি সহায়তা হিসেবে ব্যাংকগুলোর বিনিয়োগ সুযোগ বৃদ্ধির সুযোগ তৈরিতে শেয়ারবাজার এক্সপোজার (শেয়ারবাজারে বিনিয়োগ) গণনায় সংশোধন আনতে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হলেও এখনও অগ্রগতি নেই। এটিও বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করছে বলে তাদের ধারণা। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের চিঠি নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: