facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

বাড়িতে প্রেমিকা এসেছে শুনেই চম্পট দিলো প্রেমিক


১০ মে ২০১৭ বুধবার, ০৮:৪১  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাড়িতে প্রেমিকা এসেছে শুনেই চম্পট দিলো প্রেমিক

টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকা বাড়িতে এসেছে শুনে পালিয়েছে এক প্রতারক প্রেমিক। এদিকে বিয়ে না করা পর্যন্ত প্রেমিকের বাড়ি না ছাড়ার ঘোষণা দিয়ে আমরণ অনশনের তৃতীয় দিন বুধবার পার করছেন ওই কলেজছাত্রী।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শাকিল রানা ফুলকি পশ্চিমপাড়ার মাসুদ রানা মান্নানের ছেলে। ফেসবুকের মাধ্যমে আড়াই বছর আগে সখীপুর উপজেলার হতেয়া গ্রামের ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। ওই ছাত্রী করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বের ছাত্রী। বছর খানেক আগে তাদের সরাসরি সাক্ষাতের পর প্রেমের সম্পর্ক আরও গভীর হয়।

একপর্যায়ে শাকিল তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ডেটিংয়ে নিয়ে যায় বলে দাবি ওই ছাত্রীর। এর ধারাবাহিকতায় শাকিল তাকে দ্রুত বিয়ে করার প্রলোভন দেখিয়ে স্ত্রীর পরিচয়ে ঢাকার আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার দৈহিক মেলামেশা হয় তাদের মধ্যে।

সর্বশেষ ২৬ ও ২৭ ফেব্রুয়ারি শাকিল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে জানিয়ে ওই কলেজছাত্রী বলেন, এসব ঘটনার প্রমাণাদি তার কাছে আছে।

ওই ছাত্রী অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করার কথা বললে শাকিল তা অস্বীকার করেন। শাকিলের এমন প্রতারণামূলক আচরণে গত ৮ মে সোমবার সকাল সাতটার দিকে শাকিলের বাড়িতে অবস্থান নিতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন শাকিলের সঙ্গে ওই ছাত্রীর কিছু সময় কথা হয়। এরপর হঠাৎ শাকিল মেয়েটিকে রেখে বাড়ি ছেড়ে পালিয়ে যান। তখন মেয়েটি আত্মহত্যার চেষ্টা করলে শাকিলের স্বজনরা তাকে বুঝিয়ে তার অভিভাবকদের আনতে বলে।

দুপুরের পর ওই ছাত্রীর অভিভাবকরা ঘটনাস্থলে হাজির হলেও শাকিল ও তার কোনো নির্ভরযোগ্য অভিভাবক হাজির হননি। পরে ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল  ৯ মে মঙ্গলবার সকাল ১০টায় উভয় পক্ষের অভিভাবকদের ঘটনাস্থলে হাজির হতে বলেন। ওই ছাত্রীর লোকজন উপস্থিত থাকলেও শাকিল ও তার পক্ষের লোকজন না থাকায় ঘটনার কোনো সুরাহা হয়নি।

শাকিলের সঙ্গে বিয়ে না হলে তার মুখ দেখানোর উপায় নেই বলে জানান অনশনরত তরুণী। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শাকিল আমার সবকিছু লুটে নিয়েছে। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না।’

কিন্তু শাকিল তাকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শাকিলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ‘মাত্র তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়েছে। প্রেমের মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি।’

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: