facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

পুঁজিবাজারের শীর্ষ ১০ হেভিওয়েট কোম্পানি


১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার, ১১:৫৫  এএম

নিজস্ব প্রতিবেদক


পুঁজিবাজারের শীর্ষ ১০ হেভিওয়েট কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাজার মূলধনের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে বহুজাতিক কোম্পানি। এই তালিকার শীর্ষে উঠে এসেছে গ্রামীণ ফোন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার গ্রামীণফোনের বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬৯১ কোটি ৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৬৪ টাকায় দরে।

বাজার মূলধনের দিক দিয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিএবিটিসির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ৭১৪ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩ হাজার ৩৬১ টাকা দরে।

তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১৬ কোটি ৯৩ লাখ টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ দর ছিল ২৬৯ টাকা ৫০ পয়সা।

বাজার মূলধনের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির মূলধন দাঁড়িয়েছে ১২ হাজার ১২০ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩০২ টাকা ২০ পয়সা দরে।

এদিকে, আইসিবির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ১২২ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। রেনেটার বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪০ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১ হাজার ২১৯ টাকায় দরে লেনদেন হয়েছে।

এছাড়া ব্রাক ব্যাংকের বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৩ কোটি ৩০ লাখ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ৬ হাজার ১০৮ কোটি ৮২ লাখ টাকা, বার্জার পেইন্টসের ৫ হাজার ৬০৯ কোটি ৮৬ লাখ টাকা এবং সামিট পাওয়ারের বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ কোটি টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: