facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা ১ আগস্ট, ইস্যু শেয়ারবাজার


১৫ জুলাই ২০১৭ শনিবার, ০৬:৫৮  এএম

শেয়ার বিজনেস24.কম


নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা ১ আগস্ট, ইস্যু শেয়ারবাজার

পুঁজিবাজার ও অর্থবাজারসংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয় সভা আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ওই দিন বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জানা গেছে, সভায় অর্থবাজারের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক বিএসইসি, বিমা খাতের নিয়ন্ত্রক আইডিআরএ এবং যৌথ মূলধনি কোম্পানিগুলোর নিবন্ধক সংস্থা আরজেএসসির প্রতিনিধিরা অংশ নেবেন। এটি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক সমন্বয় সভা। গত ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবু ফারাহ মো. নাছের স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের এ সভায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় রাখতে নিয়মিত এ সভার আয়োজন করা হয়। সভায় দেশের পুঁজিবাজারের কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

জানা যায়, এর আগের সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুসৃত ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ হিসাব (মার্কেট এক্সপোজার) গণনা পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিষয়টির সুরাহা হওয়ায় বর্তমানে পুঁজিবাজারের স্বাভাবিক বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: