facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

দর সংশোধন হলেও লেনদেনে গতি


১৮ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৩:৪৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


দর সংশোধন হলেও লেনদেনে গতি

টানা ৭ কার্যদিবস উত্থানের পর বুধবার দেশের দুই শেয়ারবাজারে দর সংশোধন হয়েছে। এদিন উভয় বাজারেই মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ডিএসইতে আগের দিনেরে তুলনায় লেনদেন কিছুটা কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৫ কোটি  ৬৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৮০ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: