facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

দক্ষিণ ঢাকায় চলবে না ২০ বছরের পুরনো বাস


১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার, ০৫:৩৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


দক্ষিণ ঢাকায় চলবে না ২০ বছরের পুরনো বাস

আগামী মার্চ মাস থেকে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০ বছরের পুরোনো বাস চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন।

বুধবার নগর ভবনে যানজট নিরসনে বাসের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মেয়র। বৈঠকে ঢাকা মহানগর ট্রাফিকের যুগ্ম কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, রাজউকের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেনসহ বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএর পরিচালক, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বেশকিছু মৌলিক সমস্যা রয়েছে আমাদের এ শহরে। এরই মধ্যে অন্যতম বড় সমস্যা হলো যানজট। যানজটের ভয়াবহতা নতুন করে বলার কিছু নাই, যানজট ঢাকার দুঃখ। এ ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই আগামী মার্চ মাসে থেকে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২০ বছরের পুরোনো বাস চলতে দেওয়া হবে না।

এছাড়া শিক্ষাগত যোগ্যতা না থাকা কম বয়সী চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

মেয়র সাঈদ খোকন বলেন, শহরে ২০ বছরের পুরোনো বাস চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু আইনের প্রয়োগে একটু কম মনোযোগ থাকার কারণে এসব ভাঙাচোরা, ব্যবহারের অনুপযোগী বাস চলাফেরা করছে। এজন্য ১ তারিখ থেকে এ ধরনের বাস চলতে দেওয়া হবে না।

চালকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি বলেন, বিআরটিএর আইন অনুযায়ী ন্যূনতম শিক্ষা যদি কোনো চালকের না থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে, তাকে বাস চালাতে দেওয়া হবে না।

বৈঠকে বিআরটিসি এবং বেসরকারি স্টাফ বাসও রাস্তার পরিবর্তে নির্দিষ্ট জায়গায় রাখার সিদ্ধান্ত হয়েছে বলে মেয়র জানান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: