facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

শিশুকে অভিযোগপত্র

তদন্ত কর্মকর্তা প্রত্যাহার, তদন্তে কমিটি


০৮ জুন ২০১৭ বৃহস্পতিবার, ০৩:০৮  এএম

শেয়ার বিজনেস24.কম


তদন্ত কর্মকর্তা প্রত্যাহার, তদন্তে কমিটি

সুনামগঞ্জে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে গুরুতর আহত করার এক মামলার অভিযোগপত্রে নয় বছরের শিশুকে আসামি করায় মামলার তদন্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বুধবার বলেন, ওই মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার তদন্তে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বিবরণে জানা গেছে, নয় বছরের ওই শিশুটির বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরের বাগবাড়ি এলাকায়। তাকে জগন্নাথপুর উপজেলা শহরে পুলিশের কাজে বাধাদান এবং পুলিশকে আঘাত করে গুরুতর আহত করার মামলার অভিযোগপত্রে আসামি করা হয়েছে। এতে আসামির বয়স উল্লেখ করা হয়েছে ২৪ বছর। গত মঙ্গলবার ছাতক থেকে মা-বাবার সঙ্গে সুনামগঞ্জ শহরে এসে জামিন নিয়েছে সে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: